তুলসীপাতার উপকারিতা
তুলসীপাতার দুটি রেমেডি/জেদি দাগ তুলতে ও ফর্সা ত্বক পেতে এবং হাত-পা ও কোমর ব্যথায় ১০০%কার্যকরী রেমেডি
তুলসী পাতার রস ত্বক ও শরীরের যত্নে খুবই উপকারী, বিশেষ করে আয়ুর্বেদে এটি বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে।
🌿 ত্বকের যত্নে তুলসী পাতার রসের উপকারিতা:
১️⃣ ব্রণ ও ফুসকুড়ি কমায়
তুলসীর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ব্রণের জীবাণু নষ্ট করে এবং লালচে ভাব কমায়।
২️⃣ ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে
নিয়মিত ব্যবহারে ত্বকের ভেতরের ময়লা ও টক্সিন দূর হয়, ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।
৩️⃣ ত্বকের সংক্রমণ রোধ করে
একজিমা, ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানির মতো সমস্যায় উপকারী।
৪️⃣ বয়সের ছাপ কমাতে সাহায্য করে
তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।
🌿 শরীরের যত্নে তুলসী পাতার রসের উপকারিতা:
১️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
তুলসী শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে।
২️⃣ সর্দি-কাশি ও গলা ব্যথায় উপকারী
তুলসীর রস প্রাকৃতিকভাবে শ্বাসযন্ত্র পরিষ্কার করে।
৩️⃣ হজমে সহায়ক
গ্যাস, অম্বল ও পেটের সমস্যা কমাতে সাহায্য করে।
৪️⃣ মানসিক চাপ কমায় ও হাত পা কোমর ও বাত ব্যথায়
তুলসী একটি অ্যাডাপ্টোজেন, যা স্ট্রেস ও উদ্বেগ কমাতে সহায়তা করে ও হাত পা কোমর ব্যথা ও বাতের ব্যথা সারাতে ভীষণভাবে কার্যকরী সমাধান পাওয়া যায়।
ত্বকের যত্নে যেভাবে রেমিডি তৈরী করবেন :
এক চামচ তুলসী পাতার রস + আধা চামচ এলোভেরা জেল+ এক চুটকি হলুদের গুড়ো
এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখ ধুয়ে তারপর এটি লাগান। এটা লাগানোর পর ১০-১৫ মিনিট পর শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কোন ফেসওয়াশ বা কোন মশ্চারাইজার লাগাতে হবেনা।
শরীরের যত্নে রেমেডি যেভাবে তৈরী করবেন :
এক চামচ তুলসী পাতার রস + এক টুকরো আদা ও তিন কোয়া রসুন থেঁতো করে রস বের করে মিশিয়ে নিন।
খাওয়ার নিয়ম:
সপ্তাহে ২-৩ দিন সকালে খালি পেটে খাবেন।
আর শরীরে হাতে পায়ে কোমরে ব্যথা থাকলে
এটা হালকা গরম করে ব্যথার স্থানে লাগাবেন। ইনশাল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে।
source
